দৃষ্টিভঙ্গি পরিবর্তন

সময় বদলে গেছে,
হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ববোধ
আন্তরিকতা, সহমর্মিতা, পরস্পর শ্রদ্ধাবোধ
নিয়েছে বিদায়,
মহামারী চলছে শালীনতার ও নৈতিক অধঃপতনের!
চারদিকে অবক্ষয় আর নিরাশার প্রতিধ্বনি।

কিন্তু কেন?
দিন এসেছে মুক্তির প্রত্যাশায়,
ঘুণে ধরা সমাজের পরিবর্তন চায়।

পৃথিবীটাকে বদলাতে চাই
নিজেকে বদলাতে চাই না
এ মনোভিত্তি পরিহার সবার আগে।
পৃথিবী বদলাতে হলে
বদলাতে হবে দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিজীবন
তবেই না ফলপ্রসূ হবে,
সমাজ কিংবা পৃথিবী বদলানোর সংগ্রাম।