কাল বৈশাখী ঝড়ে
বৎসরের জমে থাকা আবর্জনা
নিমিষেই চলে যাক দূরে।
দূর হয়ে যাক হৃদয়ের যতো গ্লানি যন্ত্রণা
মমতার পরশে ঘুচে যাক সব দূরত্ব
ভালোবাসায় আবর্তিত হোক সকল ভাবনা।
মহাকালের চিরায়ত প্রথায় বৈশাখ আসে
বাঙালির প্রাণের উৎসব হয়ে।
গাঁয়ের পথে প্রান্তরের রঙিন মেলায়
কিশোর-তরুণেরা প্রাণের স্পন্দনে
বৈশাখী সাজে পুলকিত জনে জনে।
বৈশাখ মানেই চিরায়ত বাঙালি,
পান্তা ভাত আর ইলিশ ভাজা
একরাশ হতাশা আর ব্যর্থতার
পাহাড় ডিঙিয়ে গ্রাম থেকে শহরের অলিগলি
প্রতিটি আনাচে-কানাচে
প্রাণের জোয়ার জাগে বাঙালির জীবনে।
বৈশাখের দিনগুলোতে
নদী তীরের কথা
সেই বটতলার কথা,
আজও মনে পড়ে যায়।
প্রাণের নির্মল উচ্ছ্বাসটুকু ছড়িয়ে
কানে বাজে আজও সেই বাঁশির সুর,
বুকের ভিতর মিথেল এক অনুভবে
নববর্ষের উদ্দীপনায়
এখনো আমাদের টেনে নিয়ে যায়।
তাই মুখরিত হই, আলোড়িত হই,
আবেগের হিল্লোলে।
বৈশাখ বেঁচে থাকুক বাঙালির প্রতিটি প্রাণে।