---

একুশ আমার অহংকার
মুক্তির চেতনা
একুশ জোগায় সাহস
মাথা নত না করার প্রেরণা।
একুশ মানে বীর বাঙালির
অসীম শ্রদ্ধা-ভক্তি।
একুশ মোদের গৌরব
আবেগ আর ভালোরবাসার অনুভূতি।

একুশ হলো ভাষার সাথে,
উদ্যম খুঁজে পাওয়া।
একুশ মানে এগিয়ে যাওয়া
দীপ্ত শপথ নেওয়া।

বাঙালির জীবনে একুশ আসে বারবার
একুশের প্রথম প্রহরে
বিনম্র শ্রদ্ধায়
স্মরণ করি ভাষা শহিদদের।
সারা বিশ্বের কোটি কণ্ঠে সমস্বরে উচ্চারিত হয়
একুশের অমর শোকসংগীত
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি…..।’