অন্যরকম আত্মসমর্পণব্যাকরণের পথ ধরে ভালোবাসা হয় না কখনো

তোমার অনলময় যৌবনের তেজে
বিচ্ছেদের আগুনে পুড়ে হয় না কখনো ভস্ম
প্রণয়ের চিরায়ত রূপ। সেই রূপে
উদ্ভাসিত হয়ে আছে প্রেমময় মানসীর স্মৃতি।
তোমার তনুতে যত উপাদান
অনিন্দ্য সুন্দরের কিরণ ছড়ায়
ললাট ভুবন জুড়ে বয়ে চলে স্মৃতিময় নদী
বয়ে চলে জলধারা তীব্রতর বেগে
নিয়ে যায় সামনে পায় যাকিছু
ময়লা আবরজনা কচুরিপানার ছানা
নিয়ে যায় আমাকেও প্রবল স্রোতের টানে।
তোমার সুন্দরের তেজ খরস্রোতা নদী হয়ে
ছুটে যায় সুনামির মতো, যেন আমি নিমজ্জিত
অতলস্পর্শ চোখের সগরে তোমার
এ যেন আমার এক অন্যরকম আত্মসমর্পণ।