পিপাসায় কাতর

আকাশ জুড়ে মেঘের ভেলা
ছুটছে কোথা ওই
পিপাসায় কাতর হৃদয় আমার
আকাশ পানে চেয়ে রই

বজ্রনাদের আলোর ঝলকানি
হৃদয়ে আমার উঠে কাঁপনি
এ কেমন আদিখ্যেতা-
আকর্ষণ বাড়াতে তোমার

প্রতীক্ষায় প্রহর গুনতে গুনতে
দেহ আজ রূর্যকিরণে জীর্ণ শীর্ণ
স্রোতস্বিনী নদ যেন মরুপ্রাপ্তর
সলিল নিয়ে তবুও কেন?
তোমার নানান ফন্দিফিকির।

সকাল গেলো দুপুর হলো
বিকেল গড়িয়ে সন্ধা হলো
ভেলায় ভেলায় ভেসে ভেসে
দরিয়া রাখলে জলপিপাসায়
মেঘেদের আজ হলোটা কি?

বর্ষাকে ডাকছিলেই যখন অমন করে
সকল অহংকার ডুবাও চোখের জলে
পিপাসায় কাতর হৃদয় আমার
নিবৃত্ত করে নিয়ে যাও
দূরে কোথাও… বহু দূরে….।