হৃদয় আমার ক্ষত বিক্ষত করে
অবশেষে তুমি চলে গেলে?
কেন এত তাড়া তোমার!
জানতেও চাওনি, বুঝার চেষ্টাও করোনি
কিন্ত কেন?
বার বার চেষ্টা করেও এর কোনো উত্তর খোঁজে পাইনি
নিজের অজান্তেই চোখ ছল ছল করছে
কালো চশমার আড়ালে সমস্ত কষ্ট গ্লানি
কাউকে বুঝতেও দেইনি।
নদীর তীরের কার্পেটে বসে সেদিন
তুমিই প্রথম,-
ভালোবাসি ভালোবাসি বলে হৃদয় করলে দহন
একা ছিলাম! বেশ ভালোই ছিলাম, কিন্তু এখন-
রাতের চোখ বুঝলেই তোমার ছবি ভাসে
তোমার পরশে যেন
হারিয়ে যেত মন চায় দুরে বহুদুরে
যেখানে শুধু তুমি আর আমি
দুজন দুজনার।
নদীর তীরে একান্তক্ষণে
বিরহ-কাতর হৃদয় আমার
তোমায় ভুলতে পারিনি আজো
অভিশাপ দেইনি, অভিমান রাখিনি
এ আমার উপহার-
যেখানেই যাও ভালো থেকো
সুখেই না হয় দুখে আমায় রেখ।