অঙ্গ  ভরা রঙ্গ তার             অঙ্গে আছে নানা ডঙের ভঙ্গি তার
রঙ মেখে রঙ্গ কত চমকের বাহার
সাজায় কায়া রূপের মায়া লাগে চমৎকার
চোখ ধাঁধানো ঠমকে নানা গমক তার।
মেকি এ রূপের ভেল্কিতে মজেছে
রূপসীর বাঁকা নয়নের ইশারায় ভুলেছে
পথ হারিয়ে রূপের অনলে ভাগ্য পুড়েছে
উদভ্রান্ত বেসামাল পুরুষ, ছেড়েছে সংসার
বেহুস বেতাল উষ্ণ মধুর সঙ্গ পেতে তার।
সমাজ দেয়নি নারীত্বের মর্যাদা কোনো অনুষঙ্গে
স্বামী, সংসার সুখ সোহাগ জোটেনি ভাগ্যে
দারিদ্র্যের দুর্দম্য কষাঘাতে জীবনমান অবসান
ধনীর দুলালের লোলুপ লালসায় লুপ্ত সম্মান।
কী আর আছে বাকি বিধ্বস্ত জীবনে তার
তবু যে মনে সাধ অগাধ, বেঁচে থাকার
মন তো মরেছে, সুতনুর চমকটুকু আছে
ভোগের হাঁটে পুরুষ লুটের নটিনী সাজে
মনে তেজ ক্ষোভের আগুন প্রতিশোধ স্পৃহা
নিজে জ¦লে জ¦ালাবে পুরুষ, হবে সে সর্বংসহা।
অর্থের বাজারে রূপই পণ্য, পুরূষ খরিদদার
পুরুষসমাজের সর্বাংশ বিনাশ, উদ্দেশ্য তার
এভাবেই জীবনের চলাচল অন্ধ গলির পথে
জীবনের ভোগ বা ধবংস তার নীল জীবনরথে
স্বকপোলকল্পিত অনাচার হিংসার লীলাতে মত্ত
স্বখাত সলিলে সমাধি, স্বজাত বিষক্রিয়ায় পতিত ।
বিভ্রান্ত নারী- নষ্ট পথে ক্ষয়ে ক্ষয়ে জীবনের অবসান
কাম্য নয় তা, আছে সমাজের দায়, সে ও মানবসন্তান।