বই পড়ি

পাশ্চাত্য অপসংস্কৃতি
আর মোবাইলে আসক্তি
তরুণ-যুব- কিশোরেরা
হচ্ছে আজ বিপথগামী।

ধর্মান্ধতার বাড়াবাড়ি,
কুসংস্কার আর নানামাত্রিক ভন্ডামি
সমাজব্যবস্থায় শিকড় গেড়ে আছে বহুদূর।
থামছেনা হানাহানি
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকার
হচ্ছে জগৎসংসার।

মাদকের কড়াল গ্রাসে
স্বপ্ন হচ্ছে বিনাশ
সামাজিক অবক্ষয়ে
অস্থির সমাজ ও পরিবার ।
উত্তরণের পথ খুঁজতে
সকলেই খাচ্ছে হিমসিম।
কে দিবে এর সমাধান?
মনীষীরা বলেন,
‘এসো ভালো বই পড়ি,
নেশামুক্ত জীবন গড়তে
বইয়ে রই মত্ত।
সাদা কাগজের কালো লেখা
দিতে পারে সমাধান!
ইহকাল আর পরকালে
পাবে সঠিক পথের সন্ধান।’