করোনার শিক্ষা

করোনা সবাইকে দিয়ে গেছে শিক্ষা।
জীবনকে নতুন করে গঠনের দীক্ষা।
খাদ্যভ্যাস পরিবর্তন ও নমনীয়তায়
এখনই দাও গুরুত্ব
যার সাথে হবেনা বনিবনা,
রেখে যাও সামাজিক দুরত্ব।

করোনায় মৃত ব্যক্তির দাফন কাফনে।
স্বজন প্রতিবেশিদের আচরণে,
মনে করে দেয় বার বার
তুমিই তোমার নও অপরাপর।

করোনা সবাইকে দিয়ে গেছে শিক্ষা।
তাই এখনই সময় শুধরানোর
শ্রষ্টাকে স্মরন করো বার বার।
জীবনের পালা বদলে
দীপ্ত শপথে করো অঙ্গীকার।