প্রকাশিত হলো ‘স্বপ্ন থেকে এগিয়ে যাওয়া’ গ্রন্থ
সৃষ্টিকুলের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। তবে কোনো মানুষই শ্রেষ্ঠ হয়ে জন্ম নেয় না। মানুষকে মহৎ কর্ম ও সেবাধর্মের ভেতর দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। সফুরউদ্দিন প্রভাতের কর্ম ও চেষ্টা সে কথাই মনে করিয়ে দেয়। তিনি একজন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যের সাধক ও সমাজসেবক। তাঁর গড়ে তোলা আলোর পথযাত্রী পাঠাগার ও চিকিৎসালয় এ অঞ্চলের মানুষের আলোকিত জীবনের দিশারি হিসেবে কাজ করবে। এসব কাজে তাঁর প্রেরণা হিসেবে প্রথমে যাঁর নাম বলেন, নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বনির্ভর আড়াইহাজারের রূপকার আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তারপর দুঃসময়ের সারথী হিসেবে কৃতজ্ঞতার সহিত যাঁর কথা প্রতিনিয়ত স্মরণ করেন, তিনি অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা বাছেত খান। এক্ষেত্রে তাঁর আরো প্রিয় মানুষ খ্যাতিমান চলচ্চিত্র ইতিহাস গবেষক ও কথা সাহিত্যিক অনুপম হায়াৎ ও কথা সাহিত্যিক ফজলুল কাশেম। তাঁদের প্রেরণাই তাঁর এগিয়ে যাওয়ার পাথেয়।সফুরউদ্দিন প্রভাতের সম্পাদনাসহ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে ‘ছায়াবীথী’ থেকে একুশের বই মেলা ২০২৩ উপলক্ষে প্রকাশিত ‘শূন্যতা পূরণ হবার নয়’ উল্লেখযোগ্য। সাহিত্যের বিচিত্র বিষয় নিয়ে বইটির অবয়ব। এবারের বইটির নাম ‘স্বপ্ন থেকে এগিয়ে যাওয়া’ এতেও আছে রকমারি স্বাদের বিষয়। ‘স্বপ্ন থেকে এগিয়ে যাওয়া’ গ্রন্থের অবয়ব গড়ে উঠেছে একগুচ্ছ কবিতা, একাধিক প্রবন্ধ ও একটি ছোট গল্প নিয়ে।
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, ০২:৩৭ এএম ▪ হালনাগাদ: বুধবার, ৫ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম ▪ পঠিত: ২৯৪