---

লেবাস

দুষ্টের মুখে ধর্মের বাণী,
হক মেরে হবে জাহান্নামী।
খুনী-অপরাধীদের সাফ কথা
বিবাদ করে পার পাবে না।
ঘুষখোরেরা এলেমে দ্বীন
সততার লেবাস প্রতিদিন।
মীরজাফররা কথায় কথায় ছাড়ে বুলি
বিশ্বাসী হও সবসময়।

দিক হারা হই
আমরা আজ প্রতিদিন
মনীষীদের তাই আক্ষেপ-
‘প্রতিবাদহীন সমাজ যেন
যাচ্ছে ডুবে রসাতলে।’