---

কতক অধম চলে হুজুগে
নানান গুজব ছড়ায় সুযোগে।

হিংসে আপন সুখ হারায়
পরের অনিষ্টে তৃপ্তি পায়।

নিজের বেলায় ভাবনা এক
স্বার্থ জড়ালে নীতি হরেক।

স্বীয় বিপদকে পরীক্ষা বলে
অন্যের নাকি পাপের ফলে!

উপরের দিকে ছিটালে থুতু
নিজের গায়েই হয় থিতু।

অন্যায় অবিচার অনাচার হলে
দেশ সমাজ যায় রসাতলে।

ক্ষেতের ইটাটি ভাঙ্গে ক্ষেতে
সবার মাথায় থাকুক গেঁথে।