সন্দেহের অদৃশ্য ছায়ায়
মিষ্টি মধুর সম্পর্ক
সুনামীতে লণ্ডভণ্ড হয়ে যায়।
স্বার্থে বেড়াজালে বন্দি
কতইনা মধুর স্মৃতি
মোবাইল ইন্টারনেট ফেসবুক
বাড়ছে পরিমণ্ডল
বাড়ছে অপ্রয়োজনীয় সম্পর্ক।
নেতিবাচক আবেগ অনুভূতি
পারস্পরিক আস্থা ও বিশ্বাস
একই ছাদের নিচে বসবাস
তবুও যোজন বিয়োজন দূরত্ব।
কবির ভাষায়-
স্বার্থ যদি শর্ত হয়
ভালবেসে হৃদয় শূন্য রয়
বিশ্বাসে ভালবাসা হয়
অবিশ্বাসে কি হয়?
মনে যদি সন্দেহ হয়
আপন কি আর কাছে রয়?
মানসিক সমস্যা ও ডিপ্রেশন
মধুর সর্ম্পক এতেই নষ্ট হয় ।
তবুও মানুষ বাঁচে
উত্তরণের পথ খোঁজে।
বিশেষজ্ঞরা বলেন,
“অল্পকে তুষ্ট হও
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ-
আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন
ইহকাল ও পরকাল
দিতে পারে সুখের সন্ধান।”