---

ইতিহাস কাউকে ক্ষমা করেনা
এ কথাই চিরন্তন সত্য
কঠিন এসত্যকে ভুলে বেমালুম
মিথ্যাকে করছি প্রতিনিয়ত রপ্ত।

কি বিচিত্র জাতি মোরা!
আদান প্রদানে মোদের যেখানে অনীহা
তাহা পেতে কতইনা টাল বাহনা
প্রতিনিয়ত অন্যের অধিকার হরণ করে
সে অধিকার পেতেই হাজারো ছলচাতুরে।

সর্বদা বুকে ধারণ-
সভ্যতার বিবর্তন ইতিহাসের কারণ
ইতিহাস বিনে তোমার আমার মন
কেমনে বুঝিবে কি করতে হবে কখন?
ইতিহাস থেকে নিতে হবে শিক্ষা
উত্তীর্ণ হতে জীবন সংগ্রামের প্রতিটি পরীক্ষা।