---হে বৈশাখ, বৈশাখ তুমি প্রতি বছর
মোদের হৃদয়ে ভাসাও নতুন ভেলা
তোমাকে ঘিরে আজ জমে ওঠেছে
পাড়া-মহল্লার বিভিন্ন স্থানে মেলা।

কিশোর-কিশোরীরা মেলায় গিয়ে
অনেক খেলনায় কতো খেলা করে
যাদের সাধ্য নাই খেলনায় চড়ার
তাদের সেদিন চোখের পানি ঝরে!

হে বৈশাখ, তোমার আগমনের দিনে
নারীদের গাঁয়ে থাকে লাল-সাদা শাড়ী
পুরুষেরাও লাল-সাদা পোশাক পড়ে
ঘুরে বেড়ায় তাদের আত্নীয়ের বাড়ি।

হে বৈশাখ,তোমায় ঘিরে বাজে বাঁশী
গ্রাম, শহর ও বন্দরের বিভিন্ন মেলায়
মেলায় গিয়ে অনেকে করে বেচা-কেনা
আবার অনেকে মেতে থাকে খেলায়।

শোভাযাত্রায় নেচে-গেয়ে যায় মানুষ
ঢাকার রাজধানীর রমনা বটমূলে
এদিনটিতে বৈশাখের গান গেয়ে
যেতে থাকে সবাই বটমূলের কূলে।

হে বৈশাখ, তোমার আগমনে দোকানীরা
অনেকেই সেদিন বৈশাখী হালখাতা করে
পুরনো হিসাব-নিকাশ বাদ দিয়ে তারা
আবার নতুন করে হিসাব-নিকাশ ধরে।