---

লাল সবুজরে পতাকা
এক টুকরো কাপড় তো নয়
লাখো শহীদরে রক্ত-
দু’লক্ষ মা-বোনের সম্ভমের বিনিময়ে
সারা বিশ্বের বুকে এক বিস্ময়।
এটি আমার আবেগ
ভালোলাগা ভালোবাসার পরশ
ধরণী বুকে দিয়েছে
মাথা উঁচু করে দাঁড়াবার সাহস।
পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটলোইট, মেট্রোরেল,
এলিভেটেড এক্সপ্রেস, র্কণফুলী টানেল
এরকম অসংখ্য প্রকল্প বাস্তবায়নের রেস
গড়ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।