মেঘরব তড়িত চকিত প্রতাপে খেলিছে আকাশময়;
আঁধার আলোর খেলা চিত্তে লাগিয়ে ভয়।
বৈশাখী তরুণী নাচিবে এবার আকুলিত চঞ্চল;
দলিত পুষ্পকানন, যৌবন করেছে ভর।
তৃষাতুর ধূলো পথ, মিটাবে তৃষ্ণা
মেঘ বরণী বাসনায় সাজিছে, অঙ্কুরিত পত্রদ্বয়।
দুঃখডোরে বাঁধিবে না আর, শুষ্ক তরু মনিকালয়;
কমল ফুটিবে শ্যামলী প্রীতে, বসুধা প্রেমময়।
আকাশ মাটি সিক্ত সংযোজন
বহিয়া চলিছে বায়ূ বাহনে নির্মল।
তাপিত কান্ডারী, জলে ভরা বরষে;
কলঙ্ক কালিমা ধুয়ে মুছে করো শুভ্র প্রেমময়।
আকাশ বেলায় জাগিছে বনরাজি ফুলফল;
আজি মধুর প্রেমের বাণী ছাড়ায় দিগন্তরে।
খোলা বাতায়নে বহিছে দখিনা সমীরণ,
নয়ন জুড়ে পুণ্যপ্রভা, সৌন্দর্য রূপ চারি ধারে।
নব চেতনায় নব বৈশাখী রণে
পরাভ‚ত হবে বিষাদের ছায়া, মেঘ মল্লার সাজে।
কঠিন সময় পাড়ি দিয়ে জোয়ার এসেছে ঘাটে;
মানুষ মোরা মানুষের তরে, যুক্ত রহি মানবিক কাজে।
বৈশাখী রণে
প্রকাশকাল: শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ পিএম ▪ হালনাগাদ: শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ পিএম ▪ পঠিত: ১৩৬
পাঠকের মতামত