---

কদরের রাত তুলেছি দু’ হাত
ক্ষমা করো, ক্ষমাশীল
আমি যে, মানুষ; তাই ভুল করি
নই আমি আজাজিল।
ক্ষমা যদি আজ না-ই করো তুমি
অভিযোগ দিবো কারে,
ঘুরেফিরে তাই, পাই বা না পাই
ক্ষমা চাই বারে বারে।
যদি বা আমারে ফিরিয়েই দাও
ফিরিও না তুমি তারে,
মুসলিম বলে যে নারী ও শিশু
মরিতেছে অনাহারে;
যাদের ওপর পড়িতেছে বোমা
চলিতেছে বুকে গুলি,
তারাও মাবুদ তোমারই কাছে
কাঁদিতেছে হাত তুলি….
কোন যুক্তিতে চুপ করে আছো
ভেদ আমি বুঝি না যে,
তাদের করুণ কান্নার ধ্বনি
বুকের গহীনে বাজে।
জান্নাত আমি চাইনি তো মাবুদ
অপরাধ করো ক্ষমা
জানি না মালিক, আমার নামে
কতো পাপ আছে জমা!
০৭/০৪/২৪ ঢাকা