আজ আছি তো কালকে নাই
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই
দমে দমে দম ফুরাইলো
সেদিকে কারো ভাবনা নাই ॥
হবে যখন সমন জারি
বন্ধ হবে দুনিয়াদারি
থাকবে না তো সঙ্গী সাথি
যেতে হবে একলা ॥
যেনেও করছো অপকর্ম
দোহাই দিয়ে ধর্ম?
কর যদি কর্ম ভালো
পাবে সন্ধান দ্বীনের আলো।।
পাঠকের মতামত