• হোম
  • /
  • /
  • আড়াইহাজারে ওকাপের উদ‌্যোগে ইফতার বিতরণ

আড়াইহাজারে ওকাপের উদ‌্যোগে ইফতার বিতরণ

- সফুরউদ্দিন প্রভাত

---

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার “ওকাপ অভিবাসী ফোরাম“ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওকাপ কার্যালয়ের সামনে এক হাজার  ৩০ প্যাকেট ইফতার সামগ্রীর গরীব -অসহায়দের মানুষের মাঝে বিতরণ করা হয়।

---

বিতরণে উপস্থিত থেকে ছিলেন হাইজাদী ইউনিয়নের ওকাপ অভিবাসী ফোরামের সহ-সভাপতি অদুদ মিয়া, শামীম আক্তার, মাহমুদপুর ইউনিয়নের ওকাপ অভিবাসী ফোরামের সভাপতি বিল্লাল হোসেন, ইয়াছমিন।ব্রাক্ষন্দী ইউনিয়নের ওকাপ অভিবাসী ফোরামের সদস্য জুয়েল মিয়া,মাসুমা আক্তার।গোপালদী পৌরসভার ওকাপ অভিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক রুনা ইসলাম। আড়াইহাজার পৌরসভার ওকাপ অভিবাসী ফোরামের সাবেক সভাপতি তৌফিকুর রহমান এবং ফিল্ড অর্গানাইজার মোঃ ছোবাহান আলী, কমিউনিটি মবিলাইজার হাবিবা আক্তার ও ফারজানা আক্তারসহ ওকাপ এর সাথে সংশ্লিষ্ট নেতৃতৃন্দ। ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুস্থ অসহায় লোকজন।

প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১১:৩৬ পিএম   ▪   হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১১:৪৭ পিএম   ▪   পঠিত: ৪১৮

পাঠকের মতামত



আর্কাইভ