---

চেয়েছিলে হাসিমুখ
বিরাজ করুক সবসময়
কিন্তু ভাগ‌্য-
এ যেন আর সইছেনা
ভালো থাকা হয়ে উঠেনা।

তীব্র ব‌্যথার অসহ‌্য যন্ত্রনা
লুকিয়ে রাখার শত চেষ্টা
একাকিত্ব-
মাঝে মাঝে মনে হয়
এই বুঝি সবই শেষ।

মহান শ্রষ্ট্রা-
হয়তোবা তাই চেয়েছেন
বিধিলিপি না হয় খন্ডন
চলবে এভাবে বাকি জীবন!

ক্ষমা কর প্রভু
হে দয়াময়-
তোমার সনে নতজানু
কবুল কর মুনাজাত।