---

ভালোবাসি বলেই ভালাবাসার এত মূল্য
ভালোবাসাহীন মানুষ নিষ্প্রান দেহের সমতুল্য।

বহতা নদীর মত সতত বহমান এ জীবন
কখনও শান্ত কখনও খরস্রোতা কখনওবা রঙ্গিন।

তবুও সবাই বুঝে কিংবা না বুঝে হোক
ভালোবাসা আদান-প্রদানে খোঁজে নেয় সুখ।