সুখের অন্বেষন

- সফুরউদ্দিন প্রভাত

---

সুখের অন্বেষনে ছুটছে সবাই
এদিক ওদিক তাকানোর অবকাশ নাই।

নিকট আত্মীয়-স্বজন রাখছে দুরে
মনের ক্ষোভে গাইছে বেসুরে।

বন্ধু বান্ধব এনিয়ে করছে উপহাস
দূর্বলতা সুযোগে করলো সর্বনাশ।

মণিষীরা বলে বেড়ান-
কিভাবে পাবে সুখের সন্ধান?

অল্পতে যদি তুষ্ট হও
সুখ যে তাহার হাতের মুঠোয়।

প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম   ▪   হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম   ▪   পঠিত: ২৮৭

পাঠকের মতামত



আর্কাইভ