তরু, কেউ বলে বৃক্ষ কউেবা মহীরুহ
গাছ, শাখী, পাটপ, বিটপী কতইনা তার নাম
আমি তাকে দেখি নিঃস্বার্থ বন্ধু হিসেবে
তার সাথে কথা বলি সরবে-নিরবে
কোন রয়িক্টে করনেি আজও
নেয়নি কোন র্দূবলতার সুযোগও
কত কথাইনা বলি
সুখ দুঃখ রাগ অনুরাগ-
সবই যনে তার সহে গেছে
মন খারাপ থাকে যখন
কোন কিছুই ভালো লাগেনা তখন
ছুটে যাই তরু’র কাছে
বুকের ভিতরকার জমানো কষ্টগুলো
একরে পর এক বলতে থাকি
আশপাশের মানুষজনের হাসাহাসি
বলে এ আবার ককেমন পাগলামি
তারপরও শেয়ারকরি তাহার সাথে
খানিকক্ষণ চলে যাই স্বপ্নলোকে
দূরে বহুদূরৃে
একাকী গভীর রাতে
ঘুম নেই দু’চোখে
বেলকনিকে দাঁড়িয়ে ভাবতে থাকি
বাতাসের সাথে সেও দোলছে
কতইনা ব্যস্ত আমায় সতেজ রাখতে
তরু আছে বলইে
পৃথিবীটা এতো সুন্দর
এতো মধুময়
পাখিরা সুরে সুরে গান গায়
মনের আনন্দে ঘুরে বড়োয়
কতই না বৈচিত্র তাহার রূপ!
আদর-ভালোবাসার ছায়া দিয়ে
ধরিত্রীকে অপরূপ সাজে সাজিয়েছে
সহে সহে দিয়েই যাচ্ছে শুধু
তাইতাে তরু মোদের প্রকৃত বন্ধু।
তরু
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪, ০৮:২৩ পিএম ▪ হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ০১:২১ পিএম ▪ পঠিত: ৩৭১
পাঠকের মতামত