• হোম
  • /
  • /
  • আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

- সফুরউদ্দিন প্রভাত

---

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম চালাতে হবে। বর্তমান সরকার প্রত্যেক ব্যক্তিকে বিদেশ যেতে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। যারা বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী তাদের দেশে দক্ষতার সাথে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান তিনি। আর্ন্তজাতিক অভিবাসী দিবস -২০২৩ উপলক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন। এর আগে র‌্যালিতে অভিবাসন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিদেশগামী কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন

সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে কেউ বিদেশে যাওয়ার প্রস্তুতি নিলে বিষয়টি গোপন রাখা হয়। এটা করা যাবে না। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। এসব বিষয়ে দালালের খপ্পরে পড়ে তাড়াহুড়ো করার দরকার নেই। সবদিক ভালোমন্দ বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

এসময় উপস্থিত ছিলেন ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক, প্রোগাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ওকাপ এর আড়াইহাজারের ফিল্ড অফিসার আমিনুল হক, ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী প্রমুখ। পরে শহীদ মঞ্জুর  স্টেডিয়ামে ওকাপ আড়াইহাজার ও ওকাপ নরসিংদী দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

প্রকাশকাল: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম   ▪   হালনাগাদ: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম   ▪   পঠিত: ৪৮৬

পাঠকের মতামত



আর্কাইভ