অভিমান ভাঙবো কেমন করে!
তার উত্তর পাইনি খুঁজে
ব্যথার আঁকড়ে ডুবে থাকা কষ্টগুলো
পরম যতনে রেখে যাও আড়াল করে
শত চেষ্টায়ও তা বুঝতে দাওনা আমায়
কি এমন অভিমান যা শুধু তোমার?

ফিরে আসবে ভেবে
পথের দিশায় দৃষ্টি ফেলে রাখি
সকালের সূর্য বিকেল গড়িয়ে বিলীন হয়ে যায়
চারিদিকে নামে আঁধার -
পাখিরাও নীড়ে ফিরে যায়-
মেঘভাঙা আকাশে চাঁদের লুকোচুরির খেলায়
মনে পড়ে বার বার শুধু তোমায়।
তবু কেন ফেরা হয়না তোমার?

ফিরে এসো, ফিরে এসো অভিমানের বাঁধন টুটে
নিঃসঙ্গতায় সঙ্গ হতে
এবং ভালোবাসো শুধু আমাকে,
এ সত্য আজ জেনে যাক সমস্ত বিশ্ব
তুমি কেবলই আমার…….