ক্ষমা কর প্রভু

চলতে চলতে একদিন
থেমে যাবে প্রাণ পাখি
মায়াজালের বাঁধন টুটে
হারিয়ে যাব দূর অজানায়
কোথায় তার ঠিকানা
কার বা আছে জানা ?
একে একে ভুলবে সবাই
এ কথাই যেন সত্য!

তবে কিসের অহংকার
কিসের এতো বড়াই
সবকিছুই তো আজ মিছে
নির্মম সত্য এটাই যে ভাই।

জীবন সাহাহ্নে হিসাব মেলা ভার
হে প্রভু, ওগো দয়াময়
ক্ষমা কর আজ
পার কর আমায়।