• হোম
  • /
  • /
  • মিথিলার গ্রুপের পাঞ্জাবী ‘আলিফ’ এবার যমুনা ফিউচার পার্কে

মিথিলার গ্রুপের পাঞ্জাবী ‘আলিফ’ এবার যমুনা ফিউচার পার্কে

- সফুরউদ্দিন প্রভাত

---

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা খানপাড়া এলাকায় প্রতিষ্ঠিত লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত রপ্তানীমূখী প্রতিষ্ঠান মিথিলা গ্রুপ এর ‘আলিফ’ পাঞ্জাবী। ইতিমধ্যে এ পাঞ্জাবী যমুনা ফিউচার পার্কে নতুন শো-রুমে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আরবি প্রথম অক্ষর দিয়ে নামকরণকৃত এই পাঞ্জাবী হল পুরুষদের পোশাকের ব্র্যান্ড। ‘লিবাস আত্তাকওয়া’ এই অঙ্গীকার গত শুক্রবার বিকেলে (৮ নভেম্বর)রাজধানীর যমুনা ফিউচার পার্কের নীচতলায় তাদের শো-রুম উদ্বোধন করেন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খানসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান জানান, এটি ইসলামিক পোশাকের প্রবণতা, স্বাদ এবং সংস্কৃতিকে উন্নত করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। “লিবাস আত্তাকওয়া” শব্দটি আমাদের মূলমন্ত্র। যেখানে লিবাস মানে পোশাক এবং তাকওয়া মানে বিশ্বাস। আমাদের লক্ষ্য পুরুষদের পোশাকের উপর আমাদের ধর্মীয় বিশ্বাস এবং সুন্নাহ প্রতিষ্ঠা করা।

মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল বলেন,  মিথিলা বরাবরের মত মানসম্মত পন্য সরবরাহ করে আসছে। আলিফ ব্রান্ডের পাঞ্জাবী শুধু দেশে নয় আর্ন্তজাতিক বাজারে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

প্রকাশকাল: শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম   ▪   হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম   ▪   পঠিত: ৪৯১

পাঠকের মতামত



আর্কাইভ