তুমি আসবে বলে-
এখনও পাখিরা গান গায়
কিচির মিচির শব্দে ঘুম ভাঙ্গে।
তুমি আসবে বলে-
পুবাকাশে সূর্যে উঠে
আধার কেটে আলোয় ভরে
তুমি আসবে বলে-
এখনও বৃষ্টি হয়নি
মেঘলা আকাশ গর্জনে কেঁপে উঠে।
তুমি আসবে বলে-
জোছনার সাথে চুক্তি করেছি
ঘুমানো অবধি কোথাও যাবেনা সে।
তুমি আসবে বলে-
পথপানে চেয়ে রই
সোনালী স্বপ্নে বিভোর হই।
পাঠকের মতামত