---

মনের সাথে প্রতিনিয়ত বিরোধ
নেই কোন মূল্য ভালোলাগার
নিজের মাঝেই হয়ে আছি যেন অবরোধ
সহে সহে চলে যাচ্ছে দিনক্ষণ
এরই নাম জীবন!

সামান‌্য স্বার্থের মোহ টানে
ছুটছে মানুষ অবিরত
কোথায় গিয়ে থামবে সে
জানা নেই কোন তন্ত্র।

হাঁটতে হাঁটতে চলতে গিয়ে
বারবারই হোচট খাচ্ছি
সমস্ত সম্পদ বিসর্জন দিয়ে
কষ্ট গ্লানি উপহার পেয়েছি।

নদ-নদী, পাখি ফুল, সুনীল আকাশ
বদলায়নি কোন কিছুই
ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে শুধুই
মানুষের মধ্যে মানবতার লেশ।

গভীর বেদনা বুকে নিয়ে
একদিন মাটিতে মিশে যাবো
ভালোলাগা সুখের মুহূর্তগুলো
তোমাদের জন্য রেখে যাব।