জীবনের পরতে পরতে ভুল
হাজারো লাঞ্জনা আর গঞ্জনায় পড়ে পাইনা কোন কুল
তবুও ইচ্ছা বা অনিচ্ছাতে করেছি বারে বার।
হাজারো ভুলে ভরা জীবনটাকে করছি পার।
সাপ লুডো মতই জীবন যেন উঠে নামে
তবুও অনেক চড়াই উতরাই পেরিয়ে
প্রতিনিয়ত চেষ্টা দাঁড়াতে শক্ত পায়ে ।
বিবেক যেন স্বার্থের বেড়াজালে বন্দি
শিকল ভাংতে পারিনি
করেছি রাতের আধারের সাথে সন্ধি।
কি বা করার ছিলো আমার?
নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে
স্রোতের অনুকুলে গা ভাসিয়ে
হয়তো পারতাম জীবনকে বদলাবার।
কিন্তু বিবেক আমায় তাড়া করে
তাই হারাতে পারিনি মূল্যবোধ
বন্ধু বান্ধব পরিজন
কত জ্ঞান দিয়েছে আপনজন
হাসাহাসি করে আশপাশের লোকজন
কেন সুযোগ সন্ধানি হয়নি?
পাঠকের মতামত