আমার শরীরের রক্ত চুষে
তোমার জমিদারি,
সত্য সঠিক কথা বললে
এখন কেন আড়ি?
পান থেকে চুন খসলেই
কেন এত বাড়াবাড়ি ?
কেমন করে ভাবো তুমি
এত সহজে দিব তোমায় ছাড়ি।
অন্ধকারে আলো জ্বলে
রাতের শেষে দিন,
এসব কিছু পিছন ফেলে
কেন বাজাও বিষের বীণ।
আজকে তোমার সূদিন আছে
কালও কি থাকবে ?
শান্ত মনে দিল নয়নে
একটু তা ভাববে।
আর কত রক্ত নিলে
হবে তুমি শান্ত,
এভাবে আর মুখে কুলুপ এটে
আমি থাকবো না অনন্ত।
আর কত রক্ত নিবে!
প্রকাশকাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম ▪ হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পিএম ▪ পঠিত: ৩৪৪
পাঠকের মতামত