বই

দুইটি বর্ণের একটি শব্দ বই
সুন্দর-আনন্দময় অনুভূতিতে
মনকে আলোড়িত করে তোলে
উদার হওয়ার শিক্ষা দেয় বই
শেখায় ভালো মানুষ হতে
আরও শেখায় ভালবাসতে।

বই মানুষের নিঃস্বার্থ পরম বন্ধু
এ কথা খন্ডাতে পারেনি কেউ।
জীবনের একঘেয়েমি, দুঃখ-কষ্ট, অস্থিরতা
নৃশংস মনোভাব, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা,
দূরীকরণে বইয়ের চেয়ে পরম বন্ধু কে হতে পারে?

মণিষীরা বলেন,
“বই জাতি গঠনে সহায়তা করে।
তাই বই পড়ার কোন বিকল্প নেই।