বঙ্গবন্ধু আবার বাজাও বাঁশি

ওগো বঙ্গবন্ধু, ওগো বাঁশিওয়ালা
তোমার বাঁশিটি বাজাও আবার
ওগো হ্যামিলনের বংশিবাদক
বাজাও তোমার যাদুর বাঁশি
আবার মানুষের ঢল নামুক
ওগো বঙ্গবন্ধু, তোমার পিছে ছুটে ছুটে আসুক
আকুল হয়ে ব্যাকুল হয়ে নাচুক
ছুটে যাক দেশময়, তোমার ডাকে মেতে উঠুক।
টুঙ্গিপাড়ার মাটির নিচে থেক না আর শুয়ে
ওপরে ওঠে আসো বঙ্গবন্ধু, দাঁড়াও তর্জনি তুলে
করো আহবান আরো একবার, পুনর্বার
নির্ভয়ে হাঁটো বাংলার মাঠে রুখতে দুর্নীতি অনাচার।
আবার বাজাও বিষাণ ওড়াও নিশান
জেগে ওঠুক বিষাদরিক্ত বিদ্রোহী কৃষাণ
আমরা থামাব নরপশুদের হিংস্র কৃপান
ধ্বংস করে অন্যায় অবিচার জ্বালাও বিজয় মশাল।
বাজাও ডঙ্কা উঠুক হাতুড়ি শাবলের ঝংকার
জেগে ওঠুক মজুর শ্রমিক, কামার কুমার
হে বঙ্গবন্ধু, তোল আবার বজ্রকণ্ঠে আওয়াজ, দীপ্ত হুংকার
তোমার লাল ঘোড়া ধাবড়াও দেখি আবার
দেশব্যাপী দেশদ্রোহীর আস্তানা করো চুরমার।
ওগো বাঁশিওয়ালা শেখ মুজিব, ডাকো বাশরির সুরে
জাগো জাগো বাঙালি জাগো বলে, উত্তাল ধ্বনিতে
ছাত্রজনতা মেহনতি মানুষ জেগে ওঠুক আবার
তোমার তর্জনে গর্জনে ভেঙে যাক বেশুমার
দুর্নীতিবাজ লুটেরার অবৈধ সম্পদের পাহার,
হে বঙ্গবন্ধু, বাজাও তোমার বাঁশরি আরেকবার।
( ১৫ আগস্টের গভীর শোকাবহ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি বীর মুক্তিযোদ্ধার কুর্ণিশ ও বিনম্র শ্রদ্ধা)