প্রজন্মের প্রেরণা বঙ্গবন্ধু

স্বাধীনতার পর জন্ম আমার
দেখার সৌভাগ্য হয়নি তাই
শিক্ষাগুরুদের মুখে শোনেছি-
দিগন্ত বিস্তৃত আকাশের মতোই
বিশাল এক হৃদয় ছিলো যার
শেখ মুজিবুর রহমান নাম তাঁর।

কবি জসীমউদ্দীনের বঙ্গ-বন্ধু
ওই নাম যেন বিসুভিয়াদের অগ্নি-উগারি বান।
কবি শামসুর রাহমনের ধন্য সেই পুরুষ
নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে-

মুক্তিকামী মানুষের পাঞ্জেরি
পথ হারা পথিকের আলোর দিশারি
বাংলাদেশ জুড়ে আঁকা সেই নাম
শেখ মুজিবুর রহমান
যার জন‌্যে পেয়েছি মোরা
আপন সত্তার পরিচয়।
তাঁরই আদর্শ বুকে ধারণ
করি আকাশভরা স্বপ্ন লালন
তাঁর অদম্য চেতনা নিয়ে
নতুন প্রজন্মের দীপ্ত শপথ
গড়বে স্মার্ট বাংলাদেশ।