• হোম
  • /
  • ইতিহাস-ঐতিহ্য
  • /
  • বিশেষ সাক্ষাতকারে সাংসদ নজরুল ইসলাম বাবু ‘আজীবন মানুষের সেবক হয়ে থাকতে চাই’

বিশেষ সাক্ষাতকারে সাংসদ নজরুল ইসলাম বাবু ‘আজীবন মানুষের সেবক হয়ে থাকতে চাই’

- সফুরউদ্দিন প্রভাত

---
মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, প্রগতিশীল, মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তা চেতনার মানুষ অনগ্রসর সমাজেকে নতুন করে বিনির্মাণ করতে নিরলসভাবে কাজ করে যান। তাদের সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে সংস্কৃতি, সভ্যতা ও রাজনীতি আলোর পথে অগ্রসর হয়। তাদেরই একজন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার উপজেলা) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। শত ব্যস্ততার মাঝেও নজরুল ইসলাম বাবু তাঁর রাজনৈতিক কর্মকান্ড নিয়ে এক বিশেষ সাক্ষাৎকার প্রদান করে ‘আলোর পথযাত্রী পাঠাগার’ কে ধন্য করেছেন।

আলোর পথযাত্রী পাঠাগার : আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত হওয়ার পেছনে কারণ কী?

নজরুল ইসলাম বাবু : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ যখন প্রথম শুনি সেদিন থেকেই মহানায়ককে গভীর শ্রদ্ধায় ভালোবেসে ফেলি। সেই থেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়া ঐতিহ্যবাহী প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে স্কুল জীবনেই জড়িয়ে পড়ি। আর এভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হই। বঙ্গবন্ধু যখন এ দেশের অগণিত মানুষের দাবী আদায়ে জীবন বাজি রেখেছেন এবং নিজের মেধাকে দেশকে শত্রæমুক্ত করায় কাজে লাগিয়েছেন। তাঁর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পাহাড়সম কষ্ট বুকে নিয়েও দেশের রাজনীতি পরিবর্তনে সক্রিয় ভ‚মিকা রাখতে সচেষ্ট হয়েছেন। তখন থেকেই জননেত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেছি। নৌকার মাঝি হয়ে আড়াইহাজারের ঘাটে নোঙর ফেলেছি। আমার এই নোঙর ফেলার পেছনে একমাত্র কারণ- আড়াইহাজারবাসীর সেবক হয়ে থাকা। আর আজীবন মানুষের সেবক হয়েই থাকতে চাই।

আলোর পথযাত্রী পাঠাগার : জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আপনার নেয়া বিশেষ পদক্ষেপগুলো জানতে চাই?

নজরুল ইসলাম বাবু : গত সাড়ে ১৪ দশ বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তিসহ সব সেক্টরে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট (বারটান) ও আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) একই জনপদে দুইটি জাতীয় প্রতিষ্ঠান দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ধন্য করেছেন। এছাড়াও আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শেষ হয়েছে, নামী-দামী দেশি বিদেশি কোম্পানী এখানে বিনিয়োগ করছে। এতে কয়েক লাখ লোকের কর্মসংস্থানে বদলে যাবে গোটা জনপদ। মেঘনায় তৃতীয় বৃহত্তম সেতু নির্মাণ ও নদীবন্দর হবে। মেঘনা নদী থেকে ঢাকায় ওয়াসার পানি লাইনের উপর দিয়ে ১৮ ফুটের একটি সড়ক নির্মাণের কাজ চলছে। আড়াইহাজারে বিশনন্দী ইন্ডস্ট্রিয়াল পার্ক, পলিটেকনিক ইসস্টিটিউট, নাসিং ইনস্টিটিউট, টেক্সটাইল কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউট, আইসিটি পার্ক নির্মাণসহ আড়াইহাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো আরও উন্নত ও প্রশস্ত করা হবে। ইতিমধ্যে সকল খাল ও নদী খনন করা হয়েছে। জনগন আধুনিক শহরের সব সুযোগ সুবিধা ইতিমধ্যে ভোগ করা শুরু করেছে।

আলোর পথযাত্রী পাঠাগার : ব-দ্বীপ খ্যাত কালাপাহাড়িয়া নিয়ে আপনার পরিকল্পনা কী?

নজরুল ইসলাম বাবু : প্রমত্তা মেঘনা নদীবেষ্টিত আড়াইহাজার উপজেলায় দুর্গম কালাপাহাড়িয়াবাসীর জন্য ছিল না কোনো সড়ক। বছরের বারো মাসই তাদের জলপথ কিংবা হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সাতটি ব্রিজসহ মধ্যাচর থেকে খালিয়ারচর পর্যন্ত সাত কিলোমিটার সড়ক নির্মাণসহ প্রতিটি সংযোগ সড়ক কার্পেটিং করায় যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন এনে দিয়েছি। দুইটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় হাজার লোকের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কালাপাহাড়িয়া নিয়ে আমার অনেক বড় ধরনের পরিকল্পনা রয়েছে। অত্র অঞ্চলকে পর্যটনের নগরী হিসেবে গড়ে তোলার জন্য অলরেডি একনেকের সভায় বিল পাস হয়েছে। এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। আশা করি খুব শীঘ্রই কাজ বাস্তবায়ন হবে। পাঁচশ’ একর জমির জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন। এছাড়াও কালাপাহাড়িয়ায় একটি উন্নতমানের ফুল প্লেইজের স্টেডিয়াম তৈরির করার পরিকল্পনা রয়েছে।

আলোর পথযাত্রী পাঠাগার: শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে আপনার পদক্ষেপ ও পরিকল্পনা সম্পর্কে জানকে চাই?

নজরুল ইসলাম বাবু: সভ্যতার শুরু থেকে মানুষ যখন বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছে, তখন তাদের সেই সমস্যা থেকে উত্তরণে অন্যতম ভ‚মিকা রেখেছে তাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। আমাদের সমাজকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে হলে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে লালন করতে হবে। সে লক্ষ্যে আড়াইহাজার শিল্পকলা একাডেমিকে আধুনিকায়ন করা হয়েছে। আলোর পথযাত্রী পাঠাগারকে সরকারি তালিকাভ‚ক্ত করা হয়েছে। গত আট বছর ধরে সরকারি সফর আলী কলেজে একুশে বই মেলা নিয়মিত অনুষ্টিত হচ্ছে। লেখকদের সাহিত্যচর্চা পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে গণগ্রন্থাগার নির্মাণ করা হয়েছে। ২৭ ও ২৮ জুলাই প্রথমবারের মত সরকারি ব্যবস্থাপনায় সাহিত্য মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কবি সাহিত্যিকরা প্রাণ খুলে সাহিত্য মেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা নতুন প্রজন্মের সামনে মেলে ধরছেন। মেলায় ছাত্র-ছাত্রীদেরও অন্তর্ভুক্ত করে তাদের মাঝে সাহিত্য মেলার ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও আড়াইহাজারের কবি ও সাহিত্যিকরা তাদের লেখনী প্রকাশের জন্য যখন যা প্রয়োজন তা করা হবে।

আলোর পথযাত্রী পাঠাগার : আড়াইহাজারবাসীর কাছে আপনার প্রত্যাশা কী?

নজরুল ইসলাম বাবু : আড়াইহাজারবাসী সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন আওয়ামী লীগ এবং তার সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রতি তারা বার বার আস্থা রেখেছে। ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। আমাদের জনপ্রতিনিধিরাও ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় উন্নয়নের পাশাপাশি আমি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, একটি সৃজনশীল ও আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে আড়াইহাজাররের আপামর জনসাধারণ সমর্থন প্রত্যাশা করছি।

আলোর পথযাত্রী পাঠাগার : আপনার প্রত্যাশা পুরণ হোক। আলোর পথযাত্রী পাঠাগারকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

নজরুল ইসলাম বাবু : আপনাদেরকেও ধন্যবাদ। ‘আলোর পথযাত্রী পাঠাগার’ এর সাফল্য কামনা করছি। পাঠাগারের সকল সদস্য ও সংশ্লিষ্টদের জন্য শুভ কামনা।

প্রকাশকাল: শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ১১:৪৯ এএম   ▪   হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ পিএম   ▪   পঠিত: ৭৩৬

পাঠকের মতামত



আর্কাইভ