সুখ

সুখের পিছু ছুটছি আমরা সদা সকলে
হুতাশ করে জীবন কাটাই
সুখ নাহি ফলে!

কুসুম পাপড়ির জীবন হবে
নাহি যেথায় দুখ ;
এমন ভাবনায় ভিজে যায় সব
মনের কোনে সুখ।

কাটা ফুটলে একটুখানি
ছুটি দিক্ বিদিক্
জীবন বলে, “ধৈর্য ধরো
এখান থেকে শিখ।

জীবন নয়তো মাটির পুতুল
নয়তো সাদামাটা ;
জীবন মানে জটিল কিছু
গায়ে ভরা কাটা!!

বাঁধা বেদনা যত আসে
এই দুনিয়ায় দুখ;
হাসি মুখে টেকেল দিলে
পাবে সেথা সুখ ।

দশ তলায় জীবন গড়ে
পায়না খুজে সুখ;
ফুটপাতে ঘুমিয়ে থেকে
বুঝেনাতো দুখ!!

সুখ হলো মনাবস্থা
ভীষণ আপেক্ষিক ;
না-বুঝে খোঁজে যারা
কবি বলেন ধিক্!!