অনেক দিন তোমার সাথে কথা হয় না
চোখাচোখি হয়েছে সেই কবে তাও মনে নেই
ঘণ্টার পর ঘন্টা আমারই জন্য
অপেক্ষা প্রহর গুণতে একসময়
এখন ম্যাসেঞ্জারে প্রতিউত্তরও যেন স্বপ্ন।
তোমাকে হারাতে হবে কখনও ভাবিনি
কারণ ভাবনাটাই ছিলো তোমাকে ঘিরে
কত কথা ও একসাথে পথচলার স্মৃতিময় গল্প
যেন সবই মিথ্যে অভিমানে হায়
তোমার মাঝে অন্য কারও সুখের ছায়ায়
হয়ে গেছে সব উলটপালট।
চোখ বন্ধ করলে তোমার স্মৃতি তাড়া করে
বুকের জমাট বাঁধা বেদনাগুলো
হৃদযন্ত্রে নাড়া দেয়
তুমিহীন নিজেকে বড় একাকিত্ব মনে হয়।
তোমাকে ঘৃনা করতে পারিনি,
ভালোবাসি বলেই এমন হয়,
যেখানে থাক, ভালো থেকো
শুভ কামনা সবসময়।