খোকার শপথ

স্যারের মাথায় টাক পড়েছে
কাক পড়েছে ধানে
খোকন ভাবে, আজকে আবার
ধরবে নাকি কানে!
এ-কে ধরে, ও-কে ধরে
জিজ্ঞেস করে পড়া
খোকার বুকে ধড়ফড় ধড়
এ স্যার ভীষণ কড়া।
হঠাৎ একটা মশা এসে
বসলো স্যারের টাকে
স্যার চটেছেন মশার ওপর
ধরলোই না তাকে।
এ যাত্রায় ছাড়া পেয়ে
শপথ করে খোকা
দিনের পড়া শিখবে দিনে
আর হবে না বোকা।
২৩/০৭/২০২৩ ঢাকা।