ভালবাসি চাঁদ তারা
ভালবাসি ফুল
ভালবাসি শাপলা ও
শেফালি বকুল।
ভালবাসি বিহানের
দোয়েলের গান
ভালাবসি মিনারের
মধুর আজান।
ভালবাসি পাঠশালা
ভালবাসি বই
ভালবাসি নিজেদের
ঘরে পাতা দই।
বলো দেখি সব চেয়ে
ভালবাসি কী?
আমাদের মায়াময়
মায়ের হাসি।
২৩/০৭/২০২৩ ঢাকা।
মায়ের হাসি
প্রকাশকাল: সোমবার, ২৪ জুলাই ২০২৩, ০৮:০৯ এএম ▪ হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই ২০২৩, ০৮:০৯ এএম ▪ পঠিত: ৩৯৭