---

যিনি সত্য আর সুন্দরের গান করেন
তিনি কবি।
যিনি গালাগালির বিরুদ্ধে গলাগলির কথা বলেন
তিনি কবি।
মিথ্যের কণ্ঠনালী চেপে ধরে যিনি সত্যের সাহসী উচ্চারণে
বিমুগ্ধ করেন
তিনি কবি।
যিনি অসুন্দর আর অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন
তিনি কবি।
যিনি অবিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাসের,
প্রতিহিংসার বিরুদ্ধে সহিষ্ণুতার,
এবং ঘৃণার বিরুদ্ধে ভালবাসার কথা বলেন
তিনি কবি।
কাপুরুষ কখনোই কবি হতে পারে না, পারেনি।
কবির কলম আপোষ করে না, করতে পারে না।
যারা অসুন্দরের পূজারি
অসুন্দরের কীর্তন করে রাতারাতি কবি হতে চান
তাদেরকে বলে দিন-
কবি কখনো অসুন্দরের সাথে আপোষ করে না।
আমি আপোষ করি না; করতে পারি না
কারণ
আমি কবি।
কবি কখনো অসুন্দরের সাথে আপোষ করে না।
১৫/০৭/২০২৩, বরগুনা