ভাবি, নিত্য কত কী যে ভাবি
কত শত ভাবনারা মনে দেয় উঁকি
ভাবনার জালে বন্দী যেন সময়ের ঘড়ি
কাজের ফাঁকে অলস প্রহরে
রাত গভীরে বা মধ্যাহ্ন দুপুরে
ভাবনার বীণ বাজে কর্ণকুহরে
ভাবনার রাজ্যে যেন ডুবে থাকি।
ভাবতে ভালো লাগে
আনন্দে সময় কাটে
হরেক রকম ভাবনা এ জীবন ঘিরে
অনেক ভাবনা জীবনের অন্দরে বাহিরে
আনন্দ বেদনার চিত্রকল্প কল্পনার নীড়ে।
কারো মুখ কোনো দৃশ্য কোনো ঘটনা
স্থির-অস্থির তুচ্ছ বা মূর্ত জীবনের বাসনা
কিছু ভুলে যাই ত্বরিত কিছু ভোলা যায় না
কিছু স্মৃতিময়, গেঁথে রাখে মনের আয়না।
স্বপ্ন দেখি প্রতিনিয়তই স্বপ্ন দেখি
দিনের ভাবনাগুলো ঘুমের ঘোরে স্বপ্নে দেখি
দিবসে জেগে বা তন্দ্রাচ্ছন্নতায় স্বপ্নের জাল বুনি
রজনিতে দেখি বেশি, ভাবনা ও স্বপ্নের মাখামাখি
একটি মুখ ভাবনায় ভাসে স্বপ্নেও আসে, হাসে
সে যে চেনা-অচেনা উর্বশী নন্দিনী
হৃদয় মনে ভেসে চলা উচ্ছল নটিনী
হারিয়ে যাওয়া এক প্রিয়ার মুখ
স্মৃতিকাতর মনে ভাবনার সুখ
এখন ভাবনার আড়ালে স্বপ্ন মধুময় অণুক্ষণ।
ভাবনায় স্বপ্নে জীবন
প্রকাশকাল: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০৯:৫২ পিএম ▪ হালনাগাদ: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ০৯:৫২ পিএম ▪ পঠিত: ২৭৯