---

গল্প, কবিতা আর উপন‌্যাসে
উপমা হয়ে আছো তুমি
শব্দ চয়নে বৈচিত্রতা এনে
শোভা বর্ধণ কর তুমি
বাড়িয়ে দাও কাজের পরিধি।

শয়নে স্বপনে জাগরণে
ভাবনায় আছো সারাক্ষণ
অনুভবে মিশে থেকে
শূন‌্যতা বুঝতে দাওনি কখনও।

প্রেম প্রীতি আর ভালোবাসা
সবই তোমাকে ঘিরে
অপেক্ষায় থাকি যখন
তোমাকে কাছে পাব কখন
একটুও যেন তর সইছেনা

সুখে-দুখে অংশিদার হয়ে
সাহস জুগিয়ে যাও নিরবে নিভৃতে
প্রেরণার দ‌্যুতি ছড়িয়ে
এগিয়ে নাও সাফল‌্যের দিকে
আমি তুমিতে মিশে একাকার
সর্বত্র তোমার জুরি মেলা ভার।
তাইতো কবি ভাষায় বলতে ইচ্ছে করে
“তোমার বাঁকা ঠোঁটের মন মাতানো হাসিতে
ঝরে পড়ে অগণিত তারার রাশি
তুমিই কল্পনায় ভেসে বেড়ানো আমার স্বপ্ন প্রেয়সী।”