ঈদুল আযহাএক মাসের কঠোর সিয়াম সাধনার পর
মাস দুই পর, পশু কোরবানির আচার
মহান আত্মত্যাগের মহিমায় ভাস্বর
দুটি দিন, পবিত্র ঈদের দিন।
সুখানন্দে অবনত শ্রদ্ধায় কৃতঙ্গতা সনে
ঈদুল ফিতর ও ঈদুল আযহার মাহেন্দ্রক্ষণে
সপরিবারে, আত্মীয়সবে, স্বজন-পরিজনে
স্রষ্টার তরে মিলি মোরা ঈদের দিনে।
সিয়ামের কষ্টসহিষ্ণু অভুক্ত সারাদিন
সৎ পথে সঅর্জিত অর্থে পশু কুরবানি
বিধাতার সন্তুষ্টি পানে বান্দার নিবেদন,
স্রষ্টা ও সৃষ্টির পবিত্র অমোঘ বন্ধনের স্বাক্ষর
মানবের ভালোবাসা অশেষ অকাতর কুর্ণিশ
সকল প্রশংসা তাঁর, স্রষ্টার, ঈদের দিনে।
নতুন সাজে রঙিন মনে আনন্দে বিভোর সবাই
মাংস, সেমাই মিষ্টি স্বাদের খাবারে তৃপ্তি মিটাই
ধনী-গরিব, সুখি-দুঃখী, শিশু-বৃদ্ধ ভাই ভাই
উঁচু-নিচু বর্ণভিন্নতায় কোনো ভেদাভেদ নাই
এক কাতারে একই বন্দনার সুরে সুর মিলাই
মসজিদে ইদগাহে ভক্তিভরে পরমানন্দ মনে
পবিত্র জমায়েতে মহামিলনের সম্মিলনে
আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত সঙ্গীতে
ঈদের দিনে অভিন্ন অনুভূতি, বাঁধাহীন মিলনে।
দিকে দিকে বাজে ঐ আল্লাহু আল্লাহু উচ্চারণ
বান্দার আরাধণায় মনের প্রকাশিত উচ্ছ্বাস
সমবেত কন্ঠে শোনো তাঁর সীমাহীন উল্লাস
অলিল্লাহিল হামদ, আল্লাহর তরে এ মন প্রাণ
মাফ করো, দয়া করো, দাও পাপমুক্ত জীবন
পবিত্র ঈদের দিনে নিবেদন, চাই স্রষ্টার অন্বেষণ।