---
আষারের অবিরাম রিম ঝিম বৃষ্টি
সকাল-দুপুর-বিকালটায় যেন
সন্ধার ঘনঘটা নেমে আসে
চারিদিক নীরব ‍নিস্তব্দ
নেই পাখিদের করতাল আর কিচিমিচির শব্দ
রাস্তাগুলোতেও নেই কোন জ্যাম
বৃষ্টির প্রতি ফোটার শব্দ
মনকে উতলা করে দিচ্ছে।

বৃষ্টিভেজা এই সন্ধায়-
একান্ত অনুভবে নিরজনে
তুমিই যেন রয়েছ পাশে।
রাত যতই গভীর হয়
একাকিত্ব ততই করে ভর
তুমিহীন-
একরাশ হাহাকারের মধ্যেও
আকাশ পানে চেয়ে রই
এতো আশা, এতো ভালোবাসা
কতোইনা স্বপ্নিল বিভোরতা
সবেই যেন আজ মিছে তাই।

একাকী গভীর রাতে
পাপি বান্দা হয়ে
প্রভু-
তোমায় করি স্মরণ
বৃষ্টির পানির স্রোতে
সকল পাপ দুয়ে মুছে
পূণ্যে ভরে আমার করো বরণ।