অনুভবে

মধ্যরাতের মেঘলা আকাশ-
অনুভবে অভিভ‌্যক্তি প্রকাশ
তুমি আছো বলেই
নিজের অস্তিত্ব উপলব্দি করি।
মেঘ বলল, আমারও যে তাই,
তোমার মাঝে নিজেকে খোঁজে পাই

অভিমানি হয়ে দূরে থাকো যখন
পথপানে চেয়ে থাকি সারাক্ষণ
কখন অভিমান ভেঙে
কাছে টেনে নেবে
সোনালী স্বপ্নে বিভোর হয়ে
একাকী নিরজনে
প্রতিনিয়ত অনুভব করি
তোমার দগ্ধ চুম্বনের সুরভি।

সুখ-দুঃখ, আনন্দ-বেদনা
ভাগাভাগি করে রাখতে চাই,
পরম মমতায় বন্ধনে
বেস্ট ফেন্ড হয়ে
তোমার ছায়ার সঙ্গী হয়ে
যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দী
একই সাথে কাটিয়ে দিতে চাই।

তোমার কাজল কালো চোখ
ফুলের পাপড়ি হয়ে
সর্বদা মুগ্ধ করে আমায়।
তাইতো কবির মত আমারও অভিপ্রায়-
তোমায় ভালোবাসি বলেই,
অধীর আগ্রহে তোমার পথ চেয়ে থাকি
আমার সব কবিতা তোমাকে নিয়ে।
সব উপমায় থাকো তুমি।’