বন্ধুত্ব

সুখের সঙ্গী সকলেই হয়
প্রকৃত বন্ধু দুঃসময়ে রয়।
তাইতো,
বন্ধুত্ব কোন বয়স মানে না
নেই কোন নির্দিষ্ট সীমানা
বন্ধুর মত মধুর সম্পর্ক
এ ধরণিতে আর নেই।

এক অদ্ভুত অনুভুতি বন্ধুত্বে
নিজের সুখ দুঃখ বেদনা
আর রোমান্টিক ভালোবাসা
শেয়ার হয়ে যায় অজান্তে।

বন্ধু তুমি দুরে থাক যত
তোমাকে মিস করি প্রতিনিয়ত
হৃদয়ের গভীরে জমে থাকা
না বলা কথা আর অনুভূতিগুলো
বার বার মনে করিয়ে দেয়
এ বন্ধন অমর
হয়ে আছে আজীবন।