মায়ের ভাষা

কত যে মধুর
আমার মায়ের ভাষা
এ ভাষাতে কথা না বললে
মিটেনা মনের আশা।

বাংলায় গান গাই
আবৃত্তি করি কবিতা
সুরে না হয় বেসুরে
তাতে কি যায় আসে ভাই
হৃদয়ের গহীন থেকে
তৃপ্তি যে মেলে তাই।

এ ভাষার জন্য যারা
জীবন দিয়ে রেখেছে মান
বারংবার শ্রদ্ধায় অবনত
করি সম্মান।