মুজিব আমার বঙ্গবন্ধু
আমরা মুক্তিসেনা
তাঁর কাছে এই দেশের জন্য
আমরা সবাই দেনা।
মুজিব দেশের ইতিহাসের
মহাপ্রাণ এক নেতা
তাঁর ডাকেই যুদ্ধে যাওয়া
যুদ্ধ করে জেতা।
আগুনঝরা কণ্ঠে ছিল
পিছপা যেন না হস
৭ই মার্চের ভাষণ ছিল
যুদ্ধজয়ের সাহস।
মুজিব আমার যুদ্ধদিনের
স্বাধীনতার গান
মুজিব আমার জাতির জনক
বাংলাদেশের প্রাণ।
জাতির জনক
প্রকাশকাল: শুক্রবার, ৯ জুন ২০২৩, ১১:১৫ এএম ▪ হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম ▪ পঠিত: ২১৪