আমি এক বন্দিনী  নন্দিনী
আমি নারী, বিশ্বলোকে স্রষ্টার অপরূপ সৃষ্টি
গড়েছি আনন্দলোক, মোর মনমোহিনী দৃষ্টি
আমি নারী সৃষ্টিকে করেছি জয়
নবসৃষ্টি ধারায় বিশ্বকে করেছি আলোকময়।
আমি কামিনী, যামিনী ভরেছি প্রেমসুধায়
আমি মাতৃক্রোড়ে কন্যারূপে আদরিণী নন্দিনী
সঁপেছি জীবন অজানালোকে, পুরুষপ্রেমে বন্দিনী
বধূরূপে, মাতৃরূপে আমি সোহাগিনী সুগৃহিণী।
আমার এ রূপে তুষ্ট স্বামীকুল, সন্তান
সুখি পরিবার আমারই অবদান
নানা সাজে নানা কাজে
কর্তব্যের জোয়াল কাঁধে
আমি ঘরণী, সংসারগোহালে বন্দিনী।
শিক্ষা-দীক্ষায় আমি বিদুষী নারী
আছে ভালো চাকরি সরকারি বা বেসরকারি
কাজের মানে পরিমাণে ব্যস্ত সারাক্ষণ
করি তুষ্ট সহকর্মী ও বসের মন।
মাস শেষে মোটা টাকার বেতন
আমার সম্মানে সবাই সচেতন।
অফিস থেকে বাসায় ফিরে দেখি, একি!
এটা ওটা অগোছালো, অনেক কিছু করা বাকি,
ক্ষণিক বিশ্রাম, ফের টানি সংসারের ঘানি
আমি যে আবার ঘরণী
আমি সংসারর যোগিনী, সপ্তসুরের রাগিনী,
একই অঙ্গে নানা রূপে আমি নন্দিনী।